চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ বুধবার নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে রাজস্ব সার্কেল-৭ এর আওতাধীন আগ্রাবাদ লাকী প্লাজা, সাউথ ল্যান্ড সেন্টার ও সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটে পরিচালিত অভিযানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে বকেয়া ট্রেড লাইসেন্স ফি বাবদ ৮৯ হাজার ৪০ টাকা, আয়কর বাবদ ৬৮ হাজার ৫০০ শত টাকা ও ভ্যাট বাবদ ৯ হাজার ৪ শত টাকা এবং উত্তর আগ্রাবাদ মহল্লা থেকে চেক মারফত ১ লক্ষ টাকা বকেয়া হোল্ডিং ট্যাক্স আদায় করা হয়। এই সময় ট্রেড লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনার দায়ে ৩ ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অন্য এক অভিযানে স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের নেতৃত্বে রাজস্ব সার্কেল-১ এর আওতাধীন পাঁচলাইশ থানাধীন শুলকবহর ও মুরাদপুর মহল্লা থেকে চেক মারফত ৪ লক্ষ ৩৭ হাজার ৪ শত ১০ টাকা বকেয়া হোল্ডিং ট্যাক্স আদায় করা হয়। বকেয়া হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফি আদায়ের এই অভিযান চলমান থাকবে। অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটগণকে সহায়তা প্রদান করেন।