চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ‘টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরে বঙ্গবন্ধু মঞ্চে এই দিবস পালন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাকিউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক এ কে এম গালিভ খান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডাঃ এস এম মাহমুদুর রশিদ, নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মনোয়ারা খাতুন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোসাঃ সাহিদা আখতার ও সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাক জাহানসহ অন্যর।
বক্তারা সভায় বলেন, নারীদের উন্নয়নে সরকার এগিয়ে আসায় বর্তমানে নারীরা বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছে। তাই আগামীতে নারীদের শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে তাদের সহায়তার জন্য সকলকে আহবান জানান। সব জায়গা থেকে নারীদের এগিয়ে আসার আহ্বান কনের বক্তারা।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন সংগীত গোষ্ঠীর শিল্পীরা গান এবং নাটক পরিবেশন করেন।