300X70
বুধবার , ১৯ এপ্রিল ২০২৩ | ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
এপ্রিল ১৯, ২০২৩ ১১:০৭ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ সদস্য ও যুবলীগের সাবেক সদস্য এবং শিবগঞ্জ পৌর সভার সাবেক ৯নং ওর্য়াড কাউন্সিলর খাইরু আলম জেমকে(৪৮) কুপিয়ে হত্যা করেছে দূবৃত্তরা।

আজ বুধবার(১৯ এপ্রিল) ইফতারের আগ মুর্হুতে ইফতারি কেনার সময় পৌর এলাকার উদয়ন মোড় এলাকায় এ হত্যা কান্ডের ঘটনা ঘটে। নিহত জেম শিবগঞ্জ পৌর এলাকার মরদানা এলাকার মাইনুল আহসানের ছেলে ।

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ড. মোসা. মুনিরা খাতুন জানান,‘সন্ধ্যায় গুরুতর আহত অবস্থায় জেমকে হাসপাতালে আনা হয়। পরে প্রাথমিক চিকিৎসা চলাকালে রাত সাড়ে ৭ টার দিকে তার মৃত্যু হয়। নিহত ব্যক্তির শরীরের বিভিন্নস্থানে গভীর জখম ও মাথায় অস্ত্রের আঘাতের চিহৃ ছিল যা; বেশ গুরুতর। এতে রক্তশূন্য হয়ে মারা যায় সে।

তবে এ হত্যাকান্ডের সত্যতা নিশ্চিত করলেও; পুলিশের পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার পর রাতে সদর হাসপাতালে জেমকে দেখতে যান সদর আসনের এমপি আব্দুল ওদুদ। এ সময় তিনি এই হত্যাকান্ডের বিষয়ে পৌর মেয়র মোখলেসুর রহমান ও ঢাকার ডিআইজি নুরুল ইসলাম এবং স্থানীয় পুলিশ প্রশাসনকে দায়ী করেন এবং হত্যাকান্ডের সুষ্ঠ তদন্ত ও বিচারের দাবি জানান।

এ সময় তিনি বলেন, পৌর মেয়র ও ডিআইজি দীর্ঘদিন ধরে তাকে মেরে ফেলার হুমকি দেয়। এ ঘটনায় সে ফেসবুকে লাইভ করে এবং সরাষ্টমন্ত্রীকে লিখিতভাবে জানায়।

এ ঘটনয় আগামী ঈদের পর ১০ জনকে হত্যা করা হবে বলেও বিরোধী পক্ষ থেকে জানানো হয়। সেই তালিকার প্রথম নামটি ছিলো জেমের। তারই ধারাবাহিকতায় পৌর মেয়র মোখলেসুর রহমান ও ডিআইজির নির্দেশে যারা কয়েকদিন আগেই নয়ালাভাঙ্গা এলাকায় একজনকে কুপিয়ে হত্যা করেছে।

আর আজ জেমকে হত্যা করা হলো। এর একমাত্র কারণ পুলিশের দূর্বলতা। যে কোন কারনে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এই হত্যাকান্ডের দায় পুলিশ সুপারকে বহন করতে।’

এমপি আরও জানান,‘ দীর্ঘ নয় বছর ধরে ডিআইজ নুরুল ইসলামের অত্যাচারে সে অত্যাচারিত এবং বিভিন্ন ঘটনায় জড়িত না থেকেও মামলায় জড়িয়ে তাকে হয়রানি করার অভিযোগও আনেন। আর এসব কিছু করা হয়েছে ডিআইজির কারনে। এ ঘটনার ন্যায় বিচার না পেলে আগামীতে চাঁপাইনবাবগঞ্জ আওয়ামী লীগ বিলিন হয়ে যাবে। আমরা আশা করবো প্রধানমন্ত্রী এর ন্যায় বিচার করবেন।

এমপি আরও বলেন, আগামীকাল লাশ দাফনের পর এ হত্যাকান্ডের সুষ্ঠ বিচারের দাবিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত কর্মসূচি ঘোষনা করা হবে।

এদিকে, হত্যাকান্ডের পর দলীয় নেতা-কর্মীরা হাসপাতালে ভিড় জমান। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে ন্যায় বিচারের দাবিতে থানার সামনে বিক্ষোভ করেন । পরে পুলিশ সুষ্ঠ বিচারের আশ্বাস দিলে নেতা-কর্মীরা সেখান থেকে সরে আসেন এবং পরক্ষনেই মিছিল নিয়ে পৌরসভার সামনে মেয়র মোখলেসের ব্যানার, পোষ্টার ছিড়ে ফেলেন। পরে পুলিশ সেখানে গিয়েও তাদের সরিয়ে দেন।

এদিকে, পৌর যুবলীগের ভাইস প্রেসিডেন্ট ও প্রত্যক্ষদর্শী শহিদুল ইসলাম শহিদ জানান, ইফতারের মিনিট পনের আগে পৌর মেয়র মোখলেসুর রহমানের নির্দেশে তার বাহিনীর সদস্য পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক মেসবাউল হক টুটুল, ইব্রাহিম, রানা, শামীমসহ আরও কয়েকজন মিলে প্রকাশ্যে এ হত্যাকান্ড ঘটায়। আমরা এ হত্যাকান্ডে দৃষ্টান্তমুলক শাস্তি চায় বর্তমানে পরিস্থিতি উত্তপ্ত ও থমথমে অবস্থায় রয়েছে।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :