300X70
মঙ্গলবার , ২০ ডিসেম্বর ২০২২ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ১, আহত ১

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ডিসেম্বর ২০, ২০২২ ১:৫৪ পূর্বাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে শামীম রেজা নামে এক বালাদেশি গরুর রাখাল মারা গেছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে আরও এক রাখাল ।

রোববার (১৮ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে জেলার জহুরপুর সীমান্তে এ হতাহতের ঘটনা ঘটে বলে স্থানীয় ও জনপ্রতিনিধি সূত্রে জানাগেছে।

নিহত শামীম(২৫) শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সড়াপাড়া গ্রামের বাইরুল ইসলামের ছেলে। আর আহত শরিফুল একই উপজেলার পাঁকা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পোড়াপাড়া গ্রামের মৃত সোহবুল হোসেনের ছেলে।

নিহত শামীমের পরিবার ও স্বজনরা জানিয়েছেন, রোববার সন্ধ্যার পর ৮/১০ জনের একটি দলের সাথে বাড়ি থেকে বের হয় শামীম রেজা। এরপর অন্যারা বাড়ি ফিরে এলেও; নিখোঁজ রয়েছে শামীম। ফিরে আসা গরুর রাখালরা জানান শামীম রেজা বিএসএফের গুলিতে মারা গেছে।

শামীমের মা সেরিনা বেগম বলেন, এর আগে কোনোদিন আমার ছেলে ভারতে যায়নি। হঠাৎ করে গতকাল সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর রাতে ফিরে আসেনি। হঠাৎ সকালে শুনছি বিএসএফের গুলিতে আমার ছেলে মারা গেছে। কিন্তু কিভাবে কি হলো; আমি কিছুই জানিনা। এখন পর্যন্ত আমার ছেলে নিখোঁজ আছে; কোন খোঁজ পাচ্ছিনা।

স্থানীয় বাসিন্দা মাজহারুল ইসলাম জানান গতরাতে ১০/১২ জন রাখাল মিলে ভারতে গরু আনতে যায়। তারা বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে ভারতের দুই কিলোমিটার ভেতরে বিএসএফ চাঁদনিচক ক্যাম্পের কাছে মরাগাঙ্গ নদী পার হওয়ার সময় বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলই নিহত হন শামীম রেজা। এছাড়া হাতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন শরিফুল ইসলাম।

এদিকে শিবগঞ্জ থানার ওসি চৌধুরি জোবায়ের আহম্মেদ সীমান্তে হতাহতের বিষয়টি শুনেছেন বলে নিশ্চিত করেছেন। তবে দুর্লভপুর ইউপির ৮ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল গফুর শামীমের মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করে বলেন মরদেহ এখনও ভারতের অভ্যন্তরে আছে।

এছাড়া পাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক শরিফুল আহত হওয়ার খবর নিশ্চিত করে বলেন, শরিফুল ইসলামকে গোপনে চিকিৎসা করানো হচ্ছে। তবে কোথায় আছে তা জানি না।

অপরদিকে ৫৩ বিজিবি ব্যটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল নাহিদ হোসেন জানান সকাল থেকেই জহুরপুর সীমান্তে একজন নিহতের গুঞ্জন আমরাও শুনেছি। আমাদের সদস্যরা মাঠে কাজ করছে। তথ্য পেলে ব্যবস্থা নেওয়া হবে।

বিজিবি আরও জানিয়েছে এ বিষয়ে পরিবার ও জনপ্রতিনিধিদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন অভিযোগ আমাদের কাছে কেউ করেনি।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি: প্রধানমন্ত্রী

 মিডিয়ায় রণবীরের যে মন্তব্যে চটেছিলেন ক্যাটরিনা

অবৈধ দখলমুক্তের পর পুনঃখননে পূর্ণরূপ ফিরে পাচ্ছে শ্রীমন্ত নদী

পূর্বাচলে নবনির্মিত প্রদর্শনী কেন্দ্র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

২০২০ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ

গোলাপবাগ মাঠে বিএনপির সমাবেশের আবেদন পায়নি দক্ষিণ সিটি করপোরেশন

বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপির সহধর্মিণী রাকিবা নাসরিন আর নেই

আলী যাকের মুক্তিযুদ্ধের গ্রন্থপাঠ উদ্যোগের সূচনা-অনুষ্ঠান

আত্রাইয়ে কয়েলের আগুনে গোয়ালঘরে পুড়লো গরু-ছাগল

স্মার্ট ট্রেসেবিলিটি সিস্টেম বাস্তবায়নে কাজ শিল্প মন্ত্রণালয়

ব্রেকিং নিউজ :