চাটখিল প্রতিনিধি : নেয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের মর্য্যতপাড়া গ্রামের আবদুল মান্নান পাটোয়ারি বাড়িতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গতকাল শনিবার দুপুরে ইউনিয়ন যুবলীগ নেতা নোমান হোসেনসহ ৬ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে একই বাড়ির আবুল কাশেম বুলুর নেতৃত্বে একদল সন্ত্রাসী। এই ঘটনায় যুবলীগ নেতা নোমান হোসেন বাদি হয়ে চাটখিল থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ মো. জসিম নামের এক আসামিকে গ্রেফতার করে।
অভিযোগ সূত্রে জানা যায়, মর্য্যতপাড়া গ্রামের আবদুল মান্নান পাটোয়ারী বাড়ির মৃত মহসিনের ছেলে খিলপাড়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি নোমান হোসেন গংদের সাথে একই বাড়ির আবুল কাশেম বুলু গংদের সাথে দীর্ঘ দিন থেকে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। ঘটনার দিন নোমান তাদের ভোগদখলীয় পুকুরের কচুরি ফনা পরিষ্কার করতে গেলে দুপুরে আবুল কাশেম বুলুর নেতৃত্বে একদল সন্ত্রাসী প্রকৃতির লোকজন হামলা চালিয়ে মারাত্মক আহত করে।
এক পর্যায়ে তার আত্মচিৎকারে তার ঘরের লোকজন কহিনুর আক্তার পলি, আয়শা আক্তার, সালমা পাটোয়ারী, শাখি মিনু আক্তার, বিউটি আক্তার, শাহাদাত হোসেন এগিয়ে আসলে তাদেরকেও বেদড়ক পিটিয়ে মারাত্মক আহত করে। পরে স্থানীয়রা তাদের আহত অবস্থায় উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ব্যাপারে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়েছে।