সংবাদদাতা, চট্টগ্রাম: চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পার্কিং থেকে ৪টি স্বর্ণের বারসহ সিভিল অ্যাভিয়েশনের এক ট্রলিম্যানকে আটক করা হয়েছে। এই স্বর্ণের দাম ৩২ লাখ টাকা।
আটক ট্রলিম্যানের নাম মো. ইসমাইল। তার গ্রামের বাড়ি হাটহাজারীর মিরের হাট।
গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার সকাল সাড়ে ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইট অবতরণের পর অভিযান পরিচালনা করে এনএসআই ও এপিবিএন।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিমানবন্দরের ভেতর থেকে স্বর্ণের বারগুলো নিয়ে পার্কিংয়ে আসার পর ওই ট্রলিম্যানকে চ্যালেঞ্জ করা হয়। তখন তার কাছে ৪টি স্বর্ণের বার পাওয়া যায়। তাকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।