অর্থনৈতিক প্রতিবেদক: প্রায়ই সিন্ডিকেটের মাধ্যমের একশ্রেণী অসাধু ব্যাবসায়ী সংকট সৃষ্টি করে চালসহ নিত্যপণ্যের দাম বাড়ানোর খেলায় মেতে উঠে। সরকার তাদেরকে কঠোরভাবে দমনে সবসময়ই কাজ করে যাচ্ছেন।
সম্প্রতি চালের দাম বাড়ার আশংকায় সরকার চাল আমদানির সিদ্ধান্ত নেয়। এরই অংশ হিসাবে গতকাল মঙ্গলবার বেশ কিছু প্রতিষ্ঠানকে চাল আমদানির অনুমোদন দিয়েছেন। এখবর ব্যবসায়ী মহলে ছড়িয়ে পরায় ঢাকার বাহিরে পাইকারি ও খুচরা বাজারে কমেছে চালের দাম।
জানা গেছ, দিনাজপুরে চালের সবচেয়ে বড় বাজার বাহাদুর বাজার এন এ মার্কেটে কমেছে চালের দাম। পাইকারিতে বস্তা প্রতি সব ধরণের চালে ১শ থেকে দেশড় টাকা কমেছে। আর খুচরায় কেজিতে ১ থেকে দেড় টাকা কমেছে।
জয়পুরহাটে চালের মোকামগুলোতে সব ধরণের চালে বস্তাপ্রতি একশ টাকা কমেছে। আর খুচরা বাজারে ২ থেকে ৪ টাকা কমেছে। এতে খুশি ক্রেতারা।
নওগাঁতেও কমেছে চালের দাম। পাইকারিতে ৫০ কেজির বস্তায় ৫০ টাকা করে কমেছে। আর খুচরায় কেজিতে কমেছে ২ থেকে ৩ টাকা। আগামীতে চালের দাম আরও কমতে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।