নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : প্রযুক্তিগত উদ্ভাবনের মাধ্যমে কর্পোরেট খাতে এবং সামগ্রিকভাবে দেশের সব শ্রেণির মানুষের ডিজিটাল লেনদেনের অভ্যস্ততা বৃদ্ধিতে অসামান্য অবদান রাখায় ‘চিফ টেকনোলজি অফিসার অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেয়েছেন ‘বিকাশ’-এর চিফ প্রোডাক্ট অ্যান্ড টেকনোলজি অফিসার মোহাম্মদ আজমল হুদা। বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে ‘সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২২’-এ তাঁকে এই সম্মাননা দেয়া হয়।
“ট্রান্সফরমেটিভ হিউমেন লিডারশিপ ডিউরিং এক্সট্রাঅর্ডিনারি টাইমস”-এই থিম নিয়ে রাজধানীর একটি হোটেলে প্রথমবারের মত ‘সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২২’ প্রদান করা হয়।
দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ‘বিকাশ’-এর প্রতিষ্ঠাকাল থেকেই সেরা মানের প্রযুক্তি কাঠামো তৈরি, ধারাবাহিক উদ্ভাবন ও টেকনোলজি ইন্টিগ্রেশনের মাধ্যমে ফিনটেক খাতে গ্রাহকবান্ধব সেবা বাড়ানো এবং গ্রাহকদের জন্য নিরাপদ ও সহজ লেনদেনের প্ল্যাটফর্ম তৈরিতে বিশেষ ভূমিকা রাখায় মোহাম্মদ আজমল হুদা এই সম্মাননা পেলেন। দেশের এমএফএস খাতের প্রযুক্তির বিবর্তন এবং তার সফল ব্যবহারের প্রধানতম রুপকার হিসেবে তিনি সর্বজন-স্বীকৃত।
আজমল হুদা বিকাশের কৌশলগত দিক-নির্দেশনা, উন্নয়ন এবং ভবিষ্যত প্রবৃদ্ধি নির্ধারণ প্রক্রিয়ার সাথে সরাসরি সম্পৃক্ত। গ্রাহক কেন্দ্রিক বাজার চাহিদা এবং ডাটা-ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সমন্বয়ে তিনি নতুন নতুন সেবা চালুর ক্ষেত্রে নেতৃত্ব দিয়ে আসছেন। কার্যকরী সেবা উদ্ভাবন এবং প্রযুক্তির ব্যবহারে সেগুলোর উন্নয়ন ও পরিচালনার ক্ষেত্রে আজমল হুদা সবসময়ই তার সহকর্মীদের স্বপ্ন দেখিয়ে চলেছেন। তাঁর নেতৃত্বেই দেশের বৃহত্তম এমএফএস প্রতিষ্ঠান বিকাশ তার বিশাল গ্রাহক গোষ্ঠীকে বিশ্বমানের নিরাপত্তা ও কমপ্লায়েন্স নিশ্চিত করে প্রযুক্তি ভিত্তিক আর্থিক সেবা দিয়ে যাচ্ছে। প্রতারনামূলক কর্মকান্ড প্রতিরোধ এবং বিজনেস অটোমেশনের জন্য প্রয়োজনীয় আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স ও মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহারের বিষয়েও তিনি অগ্রগন্য। এভাবেই আজমল হুদার সরাসরি তত্ত্বাবধানে বিকাশের টেকনোলজি ডিভিশন শক্তিশালী মোবাইল অ্যাপ্লিকেশন তৈরির মাধ্যমে কোটি মানুষের ডিজিটাল অন্তর্ভুক্তি ও প্রতিদিনকার আর্থিক লেনদেনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
বিকাশে যোগদানের পূর্বে তিনি দেশের শীর্ষস্থানীয় একটি টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।শিক্ষাজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস-এ এমবিএ ডিগ্রি অর্জন করেন মোহাম্মদ আজমল হুদা।
উল্লেখ্য, ‘সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২২’-এ প্রথম ধাপে ৩০টি কোম্পানি থেকে ১০০ জনের বেশি মনোনয়ন জমা পড়ে। বিশেষজ্ঞ বিচারকমণ্ডলীর পর্যালোচনা শেষে ১৬টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে ১৬ জন এক্সিকিউটিভ স্থানীয় কর্মকর্তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।