আড়াই লাখ টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক:
ডেঙ্গু দমনে ঢাকা উত্তর সিটিডিএনসিসির আরো ৮৮ স্থাপনায় এডিসের লার্ভার সন্ধান করপোরেশনের (ডিএনসিসি) চিরুনি অভিযানের পঞ্চম দিনে ৮৮ স্থাপনায় এডিসের লার্ভা শনাক্ত হয়েছে। এসময় ভবন ও স্থাপনা মালিকদের দুই লাখ ৫২ হাজার টাকা জরিমানা করেছে নগর কর্তৃপক্ষ। অভিযান চলবে আরও পাঁচ দিন। গতকাল শনিবার সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত ডিএনসিসির ১০টি অঞ্চলের ৫৪টি ওয়ার্ডে একযোগে এ অভিযান পরিচালিত হয়। আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এ অভিযানের নেতৃত্ব দেন। অভিযানে ১৩ হাজার ৪৯১টি বাড়ি, স্থাপনা ইত্যাদি পরিদর্শন করে ৮৮টিতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। এছাড়া আরও আট হাজার ২৫২টি বাড়ি ও স্থাপনায় মিলেছে জমে থাকা পানির চিত্র। এডিসের লার্ভা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে স্থাপনা মালিকদের বিরুদ্ধে সাতটি মামলায় দুই লাখ ৫২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
পাঁচ দিনের অভিযানে করপোরেশনের মোট ৫০৭টি স্থাপনায় এডিস মশার লার্ভা শনাক্ত হয়েছে। আর জরিমানা আদায় হয়েছে ১১ লাখ ৫১ হাজার টাকা। এরমধ্যে করপোরেশনের অঞ্চল-৩ এ সবচেয়ে বেশি লার্ভা শনাক্ত হয়েছে। এদিকে চলতি বছরে চিরুনি অভিযানের মাধ্যমে চার লাখ পাঁচ হাজার ৫৫০টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে দুই হাজার ৬৮৬টিতে এডিসের লার্ভা পাওয়া যায়। এডিসের লার্ভা পাওয়ায় সেই সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫৮ লাখ ১৬ হাজার ৮১০ টাকা জরিমানা করা হয়।