300X70
বৃহস্পতিবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৩ | ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

ছাত্রলীগের নির্যাতন, একাই অনশনে বসলেন রাবি শিক্ষক

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ফেব্রুয়ারি ১৬, ২০২৩ ৩:৫১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: শিক্ষার্থী নির্যাতন এবং ছাত্রলীগের দখলদারিত্ব বন্ধের দাবিতে একাই অনশন শুরু করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দীন খান। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে তিনি অনশন শুরু করেন। বিকেল ৫টা পর্যন্ত তিনি প্রতীকী অনশন করবেন বলে জানিয়েছেন।

এর আগে, গত বছরের ২২ জুন একই দাবিতে তিনি প্রতীকী অনশন করেন।অধ্যাপক ফরিদ উদ্দীন খান বলেন, ‘ক্যাম্পাসগুলোতে প্রায়ই শিক্ষার্থী নির্যাতন হয় কিন্তু কোনো বিচার হয় না। ফলে ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থী নির্যাতনের একটা অপসংস্কৃতি বিরাজ করছে। একজন শিক্ষক হিসেবে, দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমি চাই এসব বন্ধ হোক। ছাত্রলীগের নির্যাতনের বিরুদ্ধে আমি এখানে বসেছি। একটি শক্তি তাদের লালন করছে। এটি কোনোভাবেই প্রত্যাশিত নয়।’

তিনি আরও বলেন, ‘সরকারের প্রতি অনুরোধ এসব বন্ধে আপনারা উদ্যোগ নিন। ক্যাম্পাসগুলোতে এতো নৈরাজ্যের পরও আপনারা কেন নিশ্চুপ সেটিও একটি প্রশ্ন। আমরা দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানিয়ে আসছি। কিন্তু কোনো প্রশাসন এই বিষয়টি নিয়ে তৎপর নয়। তারা সবসময় মিটমাটে বেশি আগ্রহী। তারা ভুলে গেছে, তারা সকল শিক্ষার্থীর অভিভাবক, যা অত্যন্ত দুঃখজনক।’

উল্লেখ্য, গত বোরবার বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোলাইমানের নেতৃত্বে কৃষ্ণ রায় নামে এক শিক্ষার্থীকে মারধর করা হয়। এ সময় তাকে মারধর করে শিবির বলে চালিয়ে দেওয়ারও হুমকি দেয় ছাত্রলীগ।

এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী হল প্রাধ্যক্ষ ও প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। হল প্রাধ্যক্ষ ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটিও গঠন করেছেন।

 

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :