অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে জনতা ব্যাংক স্বাধীনতা অফিসার পরিষদ। আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি) জনতা ব্যাংক প্রধান কার্যালয় চত্বরে ব্যাংকের এমডি এন্ড সিইও বীর মুক্তিযাদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করেন।
বিশেষ অতিথি হিসেবে ডিএমডি মোঃ গোলাম মরতুজা, ড. মোঃ আব্দুল্লাহ আল মামুন ও মোঃ রমজান বাহার এবং প্রধান কার্যালয়ের জিএম মোঃ আনোয়ার হুসাইন উপস্থিত ছিলেন ।
জনতা ব্যাংক স্বাধীনতা অফিসার পরিষদের সভাপতি মো. শাহীন উদ্দিন সেরনিয়াবাতের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন অনুষ্ঠানটি পরিচালনা করেন। এ সময় জনতা ব্যাংক সিবিএ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমানসহ সকল স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।