সংবাদদাতা, চট্টগ্রাম: চট্টগ্রামের পলোগ্রাউন্ডে প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে এসে অসুস্থ হয়ে জহিরুল ইসলাম বাচা (৪৭) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।
আজ রোববার চট্টগ্রামে অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে এসে এ ঘটনা ঘটে।
মৃত জহির চন্দনাইশ উপজেলার ৮ নম্বর উত্তর হাশিমপুর ইউনিয়নের মৃত দুলা মিয়ার ছেলে। তিনি ওই ইউনিয়নের আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ নুর উল্লাহ আশেক।
তিনি বলেন, জনসভায় যোগ দিতে আসার পথে সদরঘাট এলাকার শাহজাহান হোটেলের সামনে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে রোববার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।