300X70
বুধবার , ২৬ অক্টোবর ২০২২ | ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

জবিতে সনাতন বিদ্যার্থী সংসদের ‘দীপাবলি’ ও এক যুগপূর্তি উদযাপন

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
অক্টোবর ২৬, ২০২২ ১২:০০ অপরাহ্ণ

জবি প্রতিনিধি : নানা আয়োজনে ‘দীপাবলি’ উদযাপন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থীরা। প্রদীপ প্রজ্জ্বলন, ফানুস উৎসব, মিষ্টি বিতরণ, আরতিসহ বিভিন্ন অনুষ্ঠানে মধ্য দিয়ে তারা দিনটি উদযাপন করেন। পাশাপাশি সনাতন বিদ্যার্থী সংসদের এক যুগপূর্তি উদযাপন করা হয়েছে।
প্রদীপের আলোয় অন্ধকার দূর করার প্রত্যয়ে সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের নীচতলায় প্রশাসনের অনুমতি নিয়ে এ উৎসবের আয়োজন করে সনাতন বিদ্যার্থী সংসদ। কালীপূজার পূর্ণতিথি অমাবস্যায় দীপাবলি ও এসভিএস এর এক যুগপূর্তি অনুষ্ঠিত হয়।
সংগঠনটির সদস্যরা জানান, সন্ধ্যায় পূজা ও প্রার্থনার মাধ্যমে উৎসব শুরু হয়। পরে শান্তি, মুক্তি ও আনন্দের বাহকরূপী ফানুস উড়ানো হয়। এ উপলক্ষে বিবিএ ভবনের নীচতলার বিভিন্ন স্থানে সহস্রাধিক প্রদীপ প্রজ্জ্বলন করেন তাঁরা।
এ ছাড়া মিষ্টি বিতরণ, আরতি, ধর্মীয় সংগীতসহ নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের আনন্দধ্বনি ও কোলাহলে মেতে ওঠে পুরো ক্যাম্পাস। বৈরী আবহাওয়ার কারণে সকল আয়োজন সীমিতভাবে সম্পন্ন হয়।
দীপাবলি উদযাপনের ব্যাপারে সনাতন বিদ্যার্থী সংসদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক নিপা রানী সাহা বলেন, ‘প্রদীপের আলোয় যেমন অন্ধকার দূরীভূত হয়, তেমনি জ্ঞানের বার্তা নিয়ে দীপাবলীর আলোয় আমাদের মনের অন্ধকার দূর হোক এই প্রত্যাশা। ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে আমরা সবাই এক হওয়ার প্রত্যয় উদয় হোক সবার মাঝে। সকল আধার দূর হয়ে আলোকিত হোক সকলের হৃদয় ও মন।’
এসময় এসভিএস এর বর্তমান কমিটির সভাপতি দেবাশীষ চন্দ্র শীল, সাধারণ সম্পাদক সাগর দাস হিমেল, কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও উপদেষ্টামন্ডলী সহ সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সংগঠনটির উপদেষ্টা শুভ চন্দ্র বালা, বিজয় কৃষ্ণ শুভ, জয় প্রকাশ মন্ডল সহ আরও অনেকে দীপাবলির আয়োজনে উপস্থিত ছিলেন।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :