জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির ২০২১-২২ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন আগামী ৩১শে মার্চ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার( ২৪ মার্চ) প্রধান নির্বাচন কমিশনার ও ছাত্রকল্যাণ পরিচালক ড. আইনুল ইসলাম এবং সংগঠনের মডারেটর ও নির্বাচন কমিশনার মেফতাহুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নির্বাচনের এ তারিখ তাদের ধার্য করা হয়।
উক্ত নির্বাচনে ১৫টি পদে প্রার্থীরা লড়াই করবেন। আগামী ৩০ মার্চ বিকাল তিনটায় চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। করোনা পরিস্থিতি অবনতি ও সরকারি বিধিনিষেধে নির্বাচন স্থগিত হয়