নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৬তম শাহাদাতবার্ষিকীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ও ১৫ই আগস্টের সকল শহিদের আত্মার মাগফেরাত কামনায় স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এ দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ আগস্ট) অনলাইন প্লাটফর্মে অনুষ্ঠিত উক্ত দোয়া মাহ্ফিলে অংশগ্রহণ করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান, লায়নস্ ক্লাবস্ ইন্টারন্যাশনালের সদ্যবিদায়ী ইন্টারন্যাশনাল ডিরেক্টর ও এফবিসিসিআই এর প্রাক্তন প্রেসিডেন্ট জনাব কাজী আকরাম উদ্দিন আহ্মদ, ভাইস চেয়ারম্যান অশোক কুমার সাহা, সম্মানিত পরিচালক সর্বজনাব কামাল মোস্তফা চৌধুরী, মোঃ জাহেদুল হক, এস. এ. এম. হোসাইন, আলহাজ্ব মোহাম্মদ শামসুল আলম, মোহাম্মদ আবদুল আজিজ, গুলজার আহমেদ, ফেরদৌস আলী খান, মোঃ আবুল হোসেন, নজমুল হক চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খন্দকার রাশেদ মাকসুদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ তৌহিদুল আলম খান, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামসহ ব্যাংকের সকল শাখার ব্যবস্থাপকবৃন্দ এবং প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানবৃন্দ।
উক্ত দোয়া মাহ্ফিলের শুরুতে ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহ্মদ বঙ্গবন্ধুকে নিয়ে স্মৃতিচারণ করেন এবং মহান আল্লাহ্ রাব্বুল আল আমিন এর দরবারে ১৫ই আগস্টের সকল শহিদের আত্মার মাগফেরাত কামনা করেন।
তিনি বলেন, “যার জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না, সেই মানুষটিকে (বঙ্গবন্ধু) দেশদ্রোহী ষঢ়যন্ত্রকারীরা সপ্নের সোনার বাংলা গড়ার সময় দেয়নি, আজ যদি তিনি বেচে থাকতেন বাংলাদেশ আরো অনেক আগেই উন্নত দেশ হতে পারতো। আজ তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অপ্রতিরোধ্য গতিতে সামনে এগিয়ে চলছে, আমরা ইতিমধ্যেই উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছি, অচিরেই শেখ হাসিনার নেতৃত্বে উন্নত দেশ তথা বঙ্গবন্ধুর সপ্নের সোনার বাংলা হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবো ইনশাল্লাহ্”। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ব্যাংকের ইসলামি ব্যাংক কনভার্শন প্রজেক্ট এর কোঅর্ডিনেটর জনাব মোঃ মোহন মিয়া।