নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার (২৭ আগস্ট) বিকালে রাজধানীর ধানমণ্ডিস্থ রবীন্দ্র সরােবরে আলােচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মাে: আবুল মনসুর প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসাবে কবি নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বাের্ডের সম্মানিত চেয়ারম্যান খায়রুল আনাম শাকিল উপস্থিত ছিলেন।
আলােচক হিসাবে কবি নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বাের্ডের সদস্য অধ্যাপক বেগম আখতার কামাল উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য প্রদান করেন ইনস্টিটিউটের সচিব (উপসচিব) মােঃ রায়হান কাওছার।
সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের সম্মানিত নির্বাহী পরিচালক মােহাম্মদ জাকীর হােসেন। সংগীত পরিবেশন করেন দেশের খ্যাতিমান নজরুল সংগীত শিল্পী ইয়াকুব আলী খান, ফেরদৌস আরা, কল্পনা আনাম, শহীদ কবির পলাশ ও শহীদুল ইসলাম খান। নৃত্য পরিবেশন করেন দেশের খ্যাতিমান নৃত্য শিল্পী ওয়ার্দা রিহাব ও তার দল। আবৃত্তি পরিবেশন করেন খ্যাতিমান আবৃত্তি শিল্পী ভাস্বর বন্দোপাধ্যায় ও কাজী মাহতাব সুমন। অনুষ্ঠান উপস্থাপনা করেন কবি রেজাউদ্দিন স্টালিন।