নিজস্ব প্রতিবেদক: পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সরকারি সিদ্ধান্তের আলোকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের পরীক্ষা বন্ধ থাকবে।
সোমবার সন্ধ্যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ ফয়জুল করিমের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেছে।
ইবি প্রতিনিধি জানান, ইবির চলমান সব পরীক্ষা স্থগিত
শিক্ষা মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্তের পর ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চলমান অনার্স ও মাস্টার্সের সব পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মেসে থেকে শিক্ষার্থীদের পরীক্ষার পরিবেশ নেই। আমরা আমাদের শিক্ষার্থীদের কোনো রিস্কে ফেলবো না। তাছাড়া এখন যেহেতু শিক্ষা মন্ত্রণালয় থেকেও বলা হয়েছে একারণে সে নির্দেশনার আলোকে পরীক্ষা স্থগিত করা হয়েছে। কালকে ডিনস কমিটির জরুরি মিটিং ডেকেছি। সেখানে সিন্ধান্ত জানিয়ে দেবো।
স্থগিত হওয়া পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সরকার ও ইউজিসির নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ১১৯তম একাডেমিক কাউন্সিলের সভায় অনার্স শেষ বর্ষ ও মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষা গ্রহণের সিন্ধান্ত নেয়া হয়।