300X70
মঙ্গলবার , ১ সেপ্টেম্বর ২০২০ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

জাপানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচন ১৪ সেপ্টেম্বর

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
সেপ্টেম্বর ১, ২০২০ ৬:১৩ অপরাহ্ণ

দেশের বাইরে ডেস্ক: আগামী ১৪ সেপ্টেম্বর জাপানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের উদ্দেশ্যে ক্ষমতাসীন দলে ভোট অনুষ্ঠিত হবে। ভোটের মাধ্যমে জাপানের দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী শিনজো আবের উত্তরসূরি বেছে নেয়া হবে।
মঙ্গলবার দেশটির স্থানীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) সাধারণ সদস্যরা দেশটির ১৪ সেপ্টেম্বরের ভোট থেকে বাদ পড়বেন। সদস্যদের বাদ দিয়ে সংক্ষিপ্ত ভোট প্রক্রিয়া সম্পর্কিত একটি সিদ্ধান্ত এরইমধ্যে অনুমোদিত হয়ে গেছে। মঙ্গলবার দিনের শেষের দিকে বা বুধবার এ বিষয়ে একটি আনুষ্ঠানিক ঘোষণা দেবে এলডিপি।

আগামী ৮ সেপ্টেম্বর থেকে প্রার্থীদের নির্বাচনের জন্য রেজিস্ট্রেশন করতে হবে। এরপর থেকেই তারা নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবে।

এক বিবৃতিতে সীমিতভাবে ভোটাভুটির প্রসঙ্গে দলের সাধারণ পরিষদের চেয়ারম্যান শুনিচি সুজুকি বলেন, প্রধানমন্ত্রী আবে অসুস্থ। খুবই কঠিন পরিস্থিতির মধ্যে তাকে দায়িত্ব পালন করতে হচ্ছে। আমরা যদি বৃহৎ পরিসরে নির্বাচন করি তাহলে প্রায় ২ মাস সময় লেগে যাবে। তাই প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের দিকটি বিবেচনা করে আমরা অল্প সময়ের মধ্যেই নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করতে যাচ্ছি।

এর আগে, গত ২৮ আগস্ট অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জাপানের দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী শিনজো আবে। তবে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত দ্বায়িত্ব পালন করবেন তিনি।

সূত্র- আল জাজিরা

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :