300X70
বুধবার , ১৫ সেপ্টেম্বর ২০২১ | ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

জামালপুরে মাদ্রাসা থেকে ৩ ছাত্রী উধাও, খোঁজ মেলেনি আজও

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
সেপ্টেম্বর ১৫, ২০২১ ৯:৩৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন:জামালপুরের ইসলামপুর উপজেলার একটি আবাসিক মাদ্রাসা থেকে ৩ ছাত্রী নিখোঁজ হয়েছে। তারা ৩ জনই উপজেলার দারুত তাক্বওয়া মহিলা ক্বওমী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। গত রবিবার (১২ সেপ্টেম্বর) ভোর রাতে মাদ্রাসা থেকে তারা নিখোঁজ হয়।

এ ঘটনায় পরের দিন বিকেলে মাদ্রাসার মুহতামিম (প্রধান শিক্ষক) মাওলানা মো. আসাদুজ্জামান ইসলামপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

জিজ্ঞাসাবাদের জন্য মাদ্রাসার ৩ শিক্ষককে আটক করেছে পুলিশ। মাদ্রাসার পাঠদান সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

নিখোঁজ শিক্ষার্থীরা হলো- উপজেলার সরদারপাড়া গ্রামের মাফেজ শেখের মেয়ে মীম আক্তার (৯), গোয়ালেরচর ইউনিয়নের সভুকুড়া মোল্লাপাড়া গ্রামের মনোয়ার হোসেনের মেয়ে মনিরা খাতুন (১১) ও সুরুজ্জামানের মেয়ে সূর্য্য ভানু (১০)।

নিখোঁজ মীম আক্তারের মা হাসিনা বেগম বলেন, মীম আক্তার গত এক বছরই ধরে ওই মাদ্রাসার দ্বিতীয় শ্রেণিতে পড়ে। ১৫ দিন আগে মীমকে মাদ্রাসায় রেখে আসি। রবিবার দুপুরে মাদ্রাসার হুজুর মীমের নিখোঁজের খবর দেন। মেয়ের নিখোঁজে ঘটনায় থানায় জিডি করা হয়েছে।

নিখোঁজ মনিরার বাবা মনোয়ার হোসেন বলেন, ৯ দিন আগে মেয়েকে মাদ্রাসায় রেখে আসি। এখনও মেয়ের সন্ধান পাইনি।

নিখোঁজ সূর্য্য ভানুর বাবা সুরুজ্জামান বলেন, ১৫ দিন আগে মেয়েকে মাদরাসায় রেখে এসেছি। এখন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও মেয়ের সন্ধান মিলছে না।

মাদ্রাসার কর্মচারী ও স্থানীয়দের বরাতে ইসলামপুর থানার ওসি মো. মাজেদুর রহমান জানান, দারুত তাক্বওয়া মহিলা ক্বওমী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ওই ৩ শিক্ষার্থী গত শনিবার রাতে মাদ্রাসার আবাসিক কক্ষে ঘুমিয়ে পড়েছিল। রোববার ভোররাতে শিক্ষকরা ফজরের নামাজের জন্য তাদের ডেকে তোলে। অন্যদের মতো তারাও নামাজের প্রস্তুতি নেয় কিন্তু নামাজের পর তাদের আর খুঁজে পাওয়া যায়নি।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চার শিক্ষককে আটক করা হয়েছে। তারা হলেন- মাদ্রাসার মুহতামিম (প্রধান শিক্ষক) মাওলানা মো. আসাদুজ্জামান (৪৮), রাবেয়া আক্তার (২৫), শুকরিয়া আক্তার (২৪) ও ইলিয়াস হোসেন (৪৫)।

তিনি বলেন, ওই আবাসিক মাদ্রাসায় প্রায় ৬০জন শিক্ষার্থী রয়েছে। নিখোঁজের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনও তাদের খোঁজ মেলেনি।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ক্রেতাদের জন্য সিঙ্গার রেফ্রিজারেটরে ১০০% পর্যন্ত ছাড়

বলিউডের প্রথম সারির নায়কদের বিরুদ্ধে যত অভিযোগ মল্লিকার

জীবননগর সীমান্তে ২ কোটি ২৪ লক্ষ ৭৫ হাজার ৭৫১ টাকার স্বর্ণ ও ১টি প্রাইভেটকারসহ ৪ জন আটক

সাউথইস্ট ব্যাংক ও ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সর মধ্যে সমঝোতা স্বাক্ষর

হ্যালোইন পার্টিতে নিহতের ঘটনায় তদন্তকারীর মরদেহ উদ্ধার

এবার ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করল উত্তর কোরিয়া

ভাসমান চার বেদেনি পেলো প্রধানমন্ত্রীর উপহার

তামাকবিরোধী সাংবাদিকতায় ফেলোশিপ পেলেন চার গণমাধ্যমকর্মী

পাঁচ পৌরসভার ভোটে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ

পাসপোর্ট অফিসে দুদুকের অভিযান, ৪ দালাল আটকের পর কারাদণ্ড

ব্রেকিং নিউজ :