নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : সিলেটে জুয়েলারী ব্যবসায়ীদের পুলিশি হয়রানি না করার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
সোমবার রাতে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) নেতারা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বাসায় সাক্ষাতকালে এ কথা বলেন তিনি।
আজ সিলেটে জুয়েলারী ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের ভূল বুঝাবুঝির সৃষ্টি হলে গত রাতে বাজুস নেতারা স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে দেখা করেন।
বাজুস প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন, বাজুসের সাবেক সভাপতি ডা. দিলীপ কুমার রায়, সাবেক সভাপতি এনামুল হক খান দোলন, সহ-সভাপতি গুলজার আহমেদ, সহ-সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন, উপদেষ্টা রুহুল আমিন রাসেল, কার্য নির্বাহী কমিটির সদস্য রিপনুল হাসান।