প্রতিনিধি, টঙ্গী: গাজীপুরের টঙ্গীতে যাত্রীদের বাসে সিট দিতে না পেরে উল্টো যাত্রীর স্বজনদের পিটিয়ে রক্তাক্ত করেছে বাস কাউন্টার সংশ্লিষ্টরা। রোববার সকাল ১০টার দিকে নগরীর টঙ্গী পূর্ব থানা সংলগ্ন ইকোনো বাস কাউন্টারে এই ঘটনা ঘটে। আহতরা হলেন, টঙ্গী জামাই বাজার এলাকার ব্যবসায়ী আল আমিন, জাকির ও আবির। আহতদের উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায় কাউন্টারে অপেক্ষমান অন্যান্য যাত্রীরা। ইকোনো বাস কাউন্টার টঙ্গী কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিমের নিয়ন্ত্রণাধীন।
আহত আল আমিন জানান, সকালে তার পরিবারের সদস্যদের কিশোরগঞ্জের ভৈরবের বাসে তুলে দিতে তিনি স্টেশনরোডস্থ ইকনো বাস কাউন্টারে যান। ১৫০ টাকার বাসভাড়া ২৫০ টাকা করে দিয়ে তিনি তার পরিবারের সদ্যদের জন্য দুটি টিকেট সংগ্রহ করেন।
তবে এক ঘন্টার বেশি সময় পেরিয়ে গেলেও একের পর এক ইকনো বাসে সিট দিতে পারেননি কাউন্টার সংশ্লিষ্টরা। এক পর্যায়ে টিকেটের টাকা ফেরত চাইলে কাউন্টার মাস্টার বুলবুল ও তার সঙ্গীয় আরও অন্তত ২০-২৫ জন তাকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। হামলা থেকে উদ্ধার চেয়ে তিনি তার স্বজনদের খবর দিলে ঘটনাস্থলে আসার পর পরই আল আমিন ও আবিরকেও বেধড়ক পেটায় কাউন্টারের লোকজন। গুরুতর আহত জাকিরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইকোনো বাস কাউন্টার মাস্টার বুলবুল হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, আল আমিন প্রথমে তার ওপর হামলা চালিয়ে তাকে রক্তাক্ত জখম করে। এ ছাড়া আল আমিনের স্বজনদের পেটানোর অভিযোগ সত্য নয় বলেও তিনি দাবি করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিতর্কের এক পর্যায়ে বুলবুল ও আল আমিনের মধ্য হাতাহাতি শুরু হয়। পরে ২০-২৫ জন অচেনা ব্যক্তি আল আমিন, জাকির ও আবিরকে পিটিয়ে আহত করে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ জানান, ‘ঘটনাটি তিনি শুনেছেন। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।’
অন্যদিকে, ঘটনা জানতে ছাত্রলীগ নেতা রেজাউল করিমের মুঠোফোনে কল করলে তিনি কল কেটে দেন। পরে ক্ষুদেবার্তা পাঠালেও তিনি উত্তর দেননি।