নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে র্যাবের বিশেষ অভিযানে বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলিসহ ১ জন অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সাবির্ক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী এবং অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার (১৬ মার্চ) র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন আউচপাড়া টঙ্গী কলেজ গেইট এলাকায় অভিযান পরিচালনা করে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন ও ২ রাউন্ড এ্যামুনেশনসহ নূর মির্জা আক্তার বর্ষা (২০) নামের এক মহিলাকে গ্রেফতার করে।
এসময় তার নিকট হতে ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মহিলা অবৈধ অস্ত্র ব্যবসা চক্রের সদস্য। সে বেশ কিছুদিন যাবৎ গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র কেনাবেচা করে আসছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত মহিলার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।