শেখ রাজীব হাসান, টঙ্গী : গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন হাজী মাজার বস্তি সাকিনস্থ এলাকার শীর্ষ মাদক কারবারি জাহাঙ্গীর আলম (৩৮) ও ইউনুস হাওলাদার (৬০)কে হেরোইনসহ গ্রেফতার করেছে পুলিশ।
টঙ্গী পশ্চিম থানা পুলিশ জানায়, কামারপাড়া মোড়ে দক্ষিন আরিচপুর হাজী মাজার বস্তির সাকিনস্থ জনৈক সাইদের ঘরে কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ নেশা জাতীয় দ্রব্য হেরোইন বিক্রয়ের খবর পেয়ে অভিযান চালায়।
ধৃতদের দেহ তল্লাশি করে জাহাঙ্গীর আলম (৩৮) এর কাছ থেকে ২৫ গ্রাম হেরোইন, ইউনুস হাওলাদার (৬০) এর ৩ গ্রাম হেরোইন মোট ২৮ গ্রাম হেরোইন মূল্য অনুমান ৫৬ হাজার টাকা জব্দ তালিকা প্রস্তুত করিয়া জব্দকৃত হেরোইন পুলিশ হেফাজতে নেয়া হয় এবং জব্দ তালিকায় উপস্থিত স্বাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করি এবং নিজেও স্বাক্ষর করি।আসামীরা দীর্ঘ দিন যাবৎ অবৈধ ভাবে নেশা জাতীয় হেরোইন বিক্রয় করিয়া আসিতেছে।
উল্লেখ্য যে, ১নং আসামী জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে গাজীপুরের টঙ্গী থানায় গত ২০১৬ সালে মাদক মামলা এবং ২০১৭ সালে মাদক মামলার রয়েছে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীরা দীর্ঘদিন যাবত মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল। এদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।