আনন্দ ঘর ডেস্ক : টলিউড অভিনেতা ও তৃণমূল সাংসদ কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তার স্ত্রী পিংকি বন্দ্যোপাধ্যায়। শনিবার রাতে কলকাতার নিউ আলিপুর থানায় এ মামলা দায়ের করেন তিনি। তার অভিযোগ—শনিবার রাতে তার গাড়ি আটকে হুমকি দেন কাঞ্চন মল্লিক ও তার প্রেমিকা শ্রীময়ী চট্টরাজ।
ভারতের সংবাদমাধ্যম টিভিনাইন বাংলাকে পিংকি বলেন—‘ওরা দুজন আমায় টেকেন ফর গ্র্যান্টেড ভেবে নিয়েছে। আমি আর পারছি না। কাল রাতে মামলা করেছি। আমি আমার প্রিয়জনদের হারাতে চাই না। আমাকে শক্ত থাকতেই হবে।’
একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, ‘শনিবার চেতলার সবুজ বাগান লেনে পিংকি বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কথা বলতে গিয়েছিলেন কাঞ্চন মল্লিক-শ্রীময়ী চট্টরাজ। সেখানেই বাগবিতণ্ডায় জড়ান তারা। যা গড়ায় থানা পর্যন্ত। ওই আলোচনায় হাজির ছিলেন পিংকির ভাইও।’
গত বেশ কিছু দিন ধরেই কাঞ্চন মল্লিকের সঙ্গে টিভি অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সম্পর্ক নিয়ে উত্তাল টলিপাড়া। শোনা যাচ্ছে, শ্রীময়ীর সঙ্গে নাকি বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন কাঞ্চন। যদিও শ্রীময়ী এ কথা একেবারেই মানতে নারাজ। কাঞ্চন মল্লিকের দাবি—এটি রাজনৈতিক ষড়যন্ত্র। অন্যদিকে গত লকডাউন থেকেই চেতলায় নিজের বাড়িতে সন্তানকে নিয়ে আলাদা থাকছেন পিংকি। সব কিছু মিলিয়ে ক্রমশ জটিল হয়ে উঠছে তাদের সম্পর্কের সমীকরণ।