নিজস্ব প্রতিবেদক : ‘টাকা পে’ কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (১ নভেম্বর) গণভবনে ন্যাশনাল স্কিম ‘টাকা পে’র উদ্বোধন করেন তিনি।
বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতে ভিসা ও মাস্টারকার্ডের মতো ‘টাকা পে’ নামে দেশে এই প্রথম নিজস্ব কার্ড চালু হলো। কার্ডটি ইস্যু করবে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক ও বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ব্র্যাক।প্রাথমিকভাবে এসব ব্যাংক পাইলটভিত্তিতে ‘টাকা পে’ ইস্যু করবে। প্যারিসভিত্তিক কনসালটেন্সি প্রতিষ্ঠান ‘ফাইম’ কার্ডটি তৈরি করেছে।