টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের মধুপুর উপজেলার ২৫ মাইল এলাকায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে চারজন।
শনিবার (১৭ অক্টোবর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। আহতদের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মধুপুর থানার ওসি তারিক কামাল বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী যাত্রীবাহী প্রান্তিক বাস মধুপুর উপজেলার ২৫ মাইল এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা ময়মনসিংহগামী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত হয় পাঁচজন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আরেকজন মারা যায়।