নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ কোস্ট গার্ড এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ১ লক্ষ ৭০ হাজার পিস ইয়াবাসহ ৬ জনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে, টেকনাফ থানাধীন সেন্টমার্টিন ছেড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় মাদকের একটি বড় চালান মায়ানমার হতে বাংলাদেশে আসবে বলে জানা যায়। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ১৬ আগস্ট ২০২২ বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন টেকনাফ এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে বাংলাদেশের সীমানায় ১ টি ফিশিং বোট দেখা যায়। বোটটির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্য কর্তৃক বোটটিকে থামার সংকেত দেওয়া হলে বোটটি না থেমে দিক পরিবর্তন করে দ্রুত পালানোর চেষ্টা করে। এ সময় কোস্ট গার্ড সদস্যরা বোটটিকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়।
পরবর্তীতে বোটটি তল্লাশি করে দুটি প্লাস্টিকের বস্তা থেকে ১ লক্ষ ৭০ হাজার ইয়াবাসহ ৬ জন ইয়াবা পাচারকারীকে আটক করা হয়। পরবর্তীতে জব্দকৃত ইয়াবা, ফিশিং বোট এবং আটককৃত ৬ জনকে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।