বাহিরের দেশ ডেস্ক: স্থায়ীভাবে বন্ধ সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্টটি পুনর্বহাল করা হবে কি না, সে বিষয়ে ভোট চালু করলেন মাইক্রো ব্লগিং সাইটটির নতুন মালিক ইলন মাস্ক।
টুইটার ব্যবহারকারীদের স্বতঃস্ফূর্তভাবে এই ভোটে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন এই ধনকুবের।
ভোট চালু করে টুইটার বস এর সঙ্গে লেখেন, “ভক্স পপুলি, ভক্স দেই” – ল্যাটিন একটি বাক্যাংশের অর্থ “মানুষের কণ্ঠ ঈশ্বরের কণ্ঠস্বর”।