নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে শোকে কাঁদছেন তাঁরই প্রতিষ্ঠিত গণস্বাস্থ্যের কর্মকর্তা-কর্মচারীরা।
গতকাল মঙ্গলবার (১১ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে মারা যাওয়ার খবর শোনার পর থেকে গণস্বাস্থ্যের কর্মকর্তা-কর্মচারীরা হাসপাতালে উপস্থিত হতে থাকেন।
হাসপাতালের ডাক্তার, প্রশাসনিক কর্মকর্তা, নার্স, আয়া ও অফিস সহকারীসহ সংশ্লিষ্ট সবাইকে কাঁদতে দেখা যায়। আজ বুধবার (১২ এপ্রিল) সকালে ধানমণ্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে গিয়ে এ দৃশ্য দেখা যায়।
গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম মিন্টু গণমাধ্যমকে বলেন, পুরো গণস্বাস্থ্য পরিবার শোকে স্তব্ধ। স্যারের মরদেহ গোসলের পর যখন বারডেমে নেওয়া হচ্ছিল, তখন সবাই কাঁদছিলেন। কেউ কেউ চিৎকার করে কাঁদছিলেন। গতকাল মঙ্গলবার রাত থেকেই আমাদের সহকর্মীরা শোকে স্তব্ধ।’
জাহাঙ্গীর আলম মিন্টু আরও বলেন, ‘স্যারের মরদেহ এখন বারডেম হাসপাতালে রাখা আছে। এ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নিতে আমরা মিটিং করছি। দ্রুতই সিদ্ধান্ত আপনাদের জানিয়ে দেওয়া হবে।’
বারডেম হাসপাতালের সিনিয়র ওয়ার্ড মাস্টার দেবদাস সমদ্দার এনটিভি অনলাইনকে বলেন, ‘আমাদের এখানে লাশ রাখা আছে। তবে, কখন লাশ নেওয়া হবে সে ব্যাপারে আমাদের এখনও কিছু জানানো হয়নি।’