নিজস্ব প্রতিবেদক : ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিষ্ঠাতা সদস্যদের উত্তরীয় পরিয়ে ও সম্মাননা প্রদান করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরীর কাছ থেকে সম্মাননা
গ্রহণ করেন প্রতিষ্ঠাতা সদস্য, দৈনিক বাংলাদেশ বুলেটিনের ভারপ্রাপ্ত সম্পাদক ও বাংলাদেশ সম্পাদক ফোরামের আহবায়ক বিশিষ্ট সাংবাদিক রফিকুল ইসলাম রতন।
আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এর নজরুল হামিদ মিলনায়তনে সংগঠনটির ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠাতা সদস্যদের উত্তরীয় পরিয়ে ও কেষ্ট প্রদানের মাধ্যমে এ সম্মাননা স্মারক দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সম্মাননা প্রদান করেন জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী। সে সময় আরও উপস্থিত ছিলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য, জাতীয় প্রেসক্লাব, বিএফইউজে ও ডিইউজেসহ নেতৃবৃন্দ, সিনিয়র সাংবাদিক ও সংগঠনের সদস্যরা।
সম্মাননা বিষয়ে সাংবাদিক রফিকুল ইসলাম রতন বলেন, ‘১৯৯৫ সালের ২৬ মে প্রতিষ্ঠিত সংগঠনটি অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে আমি এই সম্মাননা পেয়ে নিজেকে সম্মানীত ও গৌরবান্বিত বোধ করছি।