300X70
সোমবার , ২৬ জুন ২০২৩ | ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

ডিএনসিসি মেয়র’স কাপ-২০২৩ ক্রিকেট ফাইনাল অনুষ্ঠিত

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুন ২৬, ২০২৩ ৮:০৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত ডিএনসিসি মেয়র’স কাপ ২০২৩ এর ক্রিকেটের পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ৩৯নং ওয়ার্ড এবং নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ৩৭নং ওয়ার্ড।

সোমবার (২৬ জুন) দুপুরে মোহাম্মদপুরে ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ফাইনালে ক্রিকেট পুরুষ বিভাগে রাজধানীর মোহাম্মদপুর ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) মাঠে অনুষ্ঠিত টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছিল ৩৯ নং ওয়ার্ড বনাম ২৭ নং ওয়ার্ড। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়ার্ড নং ২৭। ব্যাট হাতে ৭ উইকেটের বিনিময়ে ১২৭ রান সংগ্রহ করে ওয়ার্ড নং ৩৯। জবাবে ব্যাট করতে নেমে ৮৩ রানে অলআউট হয়ে যায় ওয়ার্ড নং ২৭ এবং এরই সাথে ৪৪ রানে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয় ৩৯ নং ওয়ার্ড। প্লেয়ার অফ দা ম্যাচ হয়েছেন শামীম ।

এর আগে রবিবার (২৫ জুন) রাজধানীর ইউল্যাব মাঠে ক্রিকেট নারী বিভাগে টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছিল ৩৭ নং ওয়ার্ড বনাম ২৮ নং ওয়ার্ড। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ২৮ নং ওয়ার্ড। ব্যাট হাতে ৩ উইকেটের বিনিময়ে ৯৭ রান সংগ্রহ করে ওয়ার্ড নং ৩৭। জবাবে ব্যাট করতে নেমে ৮৭ রানে অলআউট হয়ে যায় ২৮ নং ওয়ার্ড এবং এরই সাথে ১০ রানে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয় ৩৭নং ওয়ার্ড। প্লেয়ার অফ দা ম্যাচ হয়েছেন ববি খাতুন।

উল্লেখ্য, ‘খেলাধুলায় ব্যস্ত থাকি, মাদককে দুরে রাখি – এই স্লোগান নিয়ে গেল ২০২১ সাল থেকে মেয়র’স কাপ আয়োজন করে আসছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ক্রিকেটের পাশাপাশি ভলিবল ও ফুটবল ইভেন্টে অংশ নিচ্ছে ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডের খেলোয়াড়রা।’

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনালে পুরস্কার বিতরণ করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো: আতিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তৃতায় মেয়র বলেন, ‘মেয়র’স কাপ মাদকের বিরুদ্ধে, ভবিষ্যৎ প্রজন্মকে বার্তা দেয়ার জন্য আয়োজন করছি। মাদকমুক্ত দেশ গড়তে খেলাধুলার বিকল্প নেই। আমাদের বাচ্চাদের খেলাধুলায় উৎসাহ দেওয়ার জন্য, মাদককে দূরে রাখার জন্যই এই টুর্নামেন্ট। যুবসমাজকে ঘরে বসে না থেকে মাঠে আসতে হবে। মাঠে এসে খেলাধুলায় অংশ গ্রহণ করতে হবে।’

মেয়র আরও বলেন, ‘যুবসমাজকে ঘরে বসে না থেকে মাঠে আসতে হবে। মাঠে এসে খেলাধুলায় অংশ গ্রহণ করতে হবে। খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ ঘটবে। ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ্য ও সুন্দরভাবে গড়ে তুলতে হলে খেলাধুলার বিকল্প নাই ”

ছেলেদের পাশাপাশি মেয়েদেরও খেলাধুলায় অংশ নিতে হবে উল্লেখ করে মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘আমি চাই ছেলেদের সাথে সাথে আমাদের মেয়েরাও মাঠে খেলাধুলা করবে। মেয়েদের উৎসাহিত করতে মেয়র’স কাপের এবারের আসরে যুক্ত করেছি মহিলা ভলিবল ও মহিলা ক্রিকেট ইভেন্ট। যেসকল কাউন্সিলররা ছেলেদের ক্রিকেট টিমের পাশাপাশি মেয়েদের ক্রিকেট টিম গঠন করেছে সেসকল ওয়ার্ডে বরাদ্দ বাড়িয়ে দেয়া হবে।’

আগামী বছর মেয়র’স কাপে ভলিবল, ক্রিকেট ও ফুটবলের সাথে ব্যাডমিন্টন খেলারও আয়োজন করা হবে বলে জানান ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।

মেয়র বলেন, ‘খেলাধুলার জন্য মাঠ প্রয়োজন। আমরা সিটি কর্পোরেশন থেকে ইতিমধ্যে অনেকগুলো মাঠ উন্নয়ন করে উন্মুক্ত করে দিয়েছি। মাঠের জায়গা দখল করা যাবে না। আমি সবাইকে অনুরোধ করছি আপনারা নকশা অনুযায়ী মাঠ ও পার্ক নিশ্চিত করবেন। কালশীতে ফ্লাইওভার উদ্বোধনকালে মাননীয় প্রধানমন্ত্রী কালশী বালু মাঠটিতে ভবন নির্মাণ না করে মাঠ করার ঘোষণা দিয়েছেন। তাৎক্ষণিক এমন সিদ্বান্ত একমাত্র ক্রীড়াপ্রেমি প্রধানমন্ত্রীর পক্ষেই সম্ভব।’

মেয়র আরও বলেন, ‘এবারের ডিএনসিসি মেয়র’স কাপের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে ভারতের কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি যোগ দিয়েছিলেন। উনার সাথে কথা হয়েছে আমার। তিনি ডিএনসিসি মেয়র’স কাপ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন টিমকে ইডেন গার্ডেনে খেলার আমন্ত্রণ জানিয়েছেন। দুই বাংলার মধ্যে খেলা হলে সম্পর্কও উন্নয়ন হবে।’

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, ‘মেয়র’স কাপের এই দলগুলোকে শুধু ভারতের শহর নয়। অন্য দেশের শহরের সাথেও খেলা আয়োজনের চেষ্টা করবো। শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় খেলার জন্য ব্যবস্থা গ্রহণ করবো।’

৮ ঘন্টায় কোরবানির বর্জ্য অপসারণ করার সম্পূর্ণ প্রস্তুতি নেয়া হয়েছে উল্লেখ করে মেয়র বলেন, ‘নগরবাসী সহযোগিতা করলে কোরবানির বর্জ্য অপসারণ আর তেমন বড় চ্যালেঞ্জ না। কোরবানির পরেই পানি দিয়ে রক্ত পরিষ্কার করে ফেলুন। গত বছর সবার সহযোগিতায় ১২ ঘন্টায় কোরবানির বর্জ্য অপসারণ করতে পেরেছি। এবছর ঈদের দিন দুপুর থেকে শুরু করে রাত দশটার মধ্যে ৮ ঘন্টায় কোরবানির বর্জ্য অপসারণ করা হবে।’

অনুষ্ঠানে অন্যান্যের সঙ্গে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি মোঃ কাজী নাবিল আহমেদ এমপি, ঢালা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, ইউল্যাব এর উপাচার্য অধ্যাপক ইমরান রহমান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি জনাব মোঃ শফিকুল ইসলাম বাসেক এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :