নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : আজ বুধবার (১০আগস্ট) সন্ধ্যায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগরভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় ।
সাক্ষাৎকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও রোটারি ইন্টারন্যাশনাল যৌথভাবে যুব সমাজের মধ্যে কর্মদক্ষতা ও সচেতনতা বাড়ানো সহ অন্যান্য সার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।
এসময় ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম রোটারি ইন্টারন্যাশনালের প্রতিনিধি দলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘সংগঠনটি বিশ্বব্যাপী প্রশংসনীয় কাজ করে যাচ্ছে। আশা করি তাদের এই কার্যক্রম সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে।’
সমাজ সচেতনতামূলক বিভিন্ন বিষয়ে রোটারি ইন্টারন্যাশনালের সাথে যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন ডিএনসিসি মেয়র।