এস এম মনিরুল ইসলাম, সাভার : ডিজিটাল নিরাপত্তা আইনের মিথ্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন সাভারের সেই দুই সাংবাদিক।
গতকাল বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম, বিচারপতি মো. আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ নিম্ন আদালতে আত্মসমর্পণের শর্তে তাদের চার সপ্তাহের জন্য অন্তর্বর্তী জামিন দেন।
জামিনপ্রাপ্তরা হলেন সাভারের স্থানীয় দৈনিক ফুলকি পত্রিকার সম্পাদক নাজমুস সাকিব ও আমাদের নতুন সময় পত্রিকার সাভার প্রতিনিধি মো. ইমদাদুল হক।
এ প্রতিবেদককে নাজমুস সাকিব বলেন, গত ২৬ জুলাই রাতে পত্রিকার পৃষ্ঠাসজ্জা অনুযায়ী শেষ পাতায় কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগের সংবাদটি দেওয়া হয়। ওই সংবাদে ভুলবশত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি যুক্ত করা হয়, যা পরদিন ২৭ জুলাই ছাপা হয়। ভুল সংশোধন এবং ক্ষমা প্রার্থনা করে ২৮ জুলাই সংশোধনী প্রকাশ করা হয় ।
এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যবহার বানোয়াট, ভিত্তিহীন, ষড়যন্ত্রমূলক সংবাদ প্রকাশের অভিযোগ এনে সংবাদটি দেশ, রাষ্ট্র ও প্রধানমন্ত্রীর ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ণ করেছে, পাশাপাশি পরিকল্পিতভাবে গুজব রটানোর মাধ্যমে দেশের পরিবেশ অশান্ত করার চেষ্টার অভিযোগ এনে শাহীনুর ইসলাম নামে এক ব্যক্তি সাভার মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন। অন্যদিকে মো. ইমদাদুল হক বলেন, আমি ফুলকি পত্রিকার সঙ্গে সম্পৃক্ত নই। তারপরও আমাকে ওই মামলার আসামি করা হয়েছে।