নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন২৪.কম : দেশের গৃহঋণ প্রদানকারী সর্ববৃহৎ প্রতিষ্ঠান ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেডের (ডিবিএইচ) নীট মুনাফা ২০২১ সালে ১৭% বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি এক সভায় প্রতিষ্ঠানটির পর্ষদ ২০২১ সালের জন্য ২৫% লভ্যাংশ প্রদানের প্রস্তাব করেছে, যার মধ্যে ১৫% নগদ এবং ১০% বোনাস। প্রস্তাবিত লভ্যাংশ আগামী ১৭ এপ্রিল, ২০২২ এ অনুষ্ঠিতব্য বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে।
২০২১ সালে ডিবিএইচের পরিচালন মুনাফা অর্জিত হয় ১৯১.৭৬ কোটি টাকা এবং নীট মুনাফা অর্জিত হয় ১০৪.৩৯ কোটি টাকা, যা পূর্ববর্তী বছরের চেয়ে যথাক্রমে ১৮% এবং ১৭% বেশি। ২০২১ সালে কোম্পানীর শেয়ার প্রতি আয় (ইপিএস) দাড়িয়েছে ৫ টাকা ৮৯ পয়সা টাকা যা আগের বছর ছিল ৫ টাকা ৩ পয়সা।
প্রতিষ্ঠার পর থেকে বিগত ২৫ বছর ডিবিএইচ দেশের আবাসন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, গাজীপুর, নারায়ণগঞ্জ, খুলনা এবং রাজশাহীতে কোম্পানীর কার্যক্রম চলছে এবং এখন পর্যন্ত প্রতিষ্ঠানটি ১৩,৩০০ কোটি টাকার অধিক গৃহঋণ বিতরণ করেছে। ডিবিএইচ দেশের একমাত্র আর্থিক প্রতিষ্ঠান হিসেবে টানা ১৬ বছর সর্বোচ্চ ক্রেডিট রেটিং ‘ট্রিপল এ’ অর্জন করেছে।