নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে ট্রাক্টর মোটরসাইকেল সংঘর্ষে এক মহিলার মৃত্যু হয়েছে। নীলফামারীর ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দক্ষিণ মটুকপুর সাহেবপাড়া ভাঙা মসজিদের মোড়ে বিকেল ৪ টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
মৃত রহিদা (৪২) জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়নের ১ নং ওয়ার্ড রশিদপুর গ্রামের রহিদুল ইসলামের স্ত্রী বলে জানা যায়। ঘটনাস্থলে গিয়ে জানা যায়, মৃত রহিদা (৪২) তার ছেলে রায়হান সহ ডোমারের বসুনিয়ায় নাতনিকে দেখার জন্য যান। ৫ দিনের শিশু নাতনিকে দেখে বাড়ি ফেরার পথে দক্ষিণ মটুকপুর সাহেবপাড়া ভাঙা মসজিদের মোড়ে বালু বোঝাই এক ট্রাকটরের সাথে তাদের মোটরসাইকেলের ধাক্কা লাগে।
এতে ঘটনাস্থলেই ট্রাকটরের চাকায় পৃষ্ট হয়ে মারা যান রহিদা (৪২)। আহত হন রহিদার ছেলে মোটরসাইকেল চালক রায়হান (২৮)। অপরদিকে ট্রাক্টর চালককে আটক করে ডোমার থানা পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। এ বিষয়ে ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমানের সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।