গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ডিলারদের মাধ্যমে সরকার নির্দ্ধারিত মূল্যে সার বিক্রি ও
মজুদ সংক্রান্ত কার্যক্রম মনিটারিং করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা কৃষি অফিসার মোঃ মেহেদী হাসান ও কৃষি
সম্প্রসারণ অফিসার হাদিসুর রহমান যৌথ ভাবে এই মনিটারিং কার্যক্রম পরিচালনা করেন। এসময় উপজেলা উপসহকারী কৃষি
কর্মকর্তা মিজানুর রহমান, নাজমুল হাসান ও অফিসের অফিস সহকারী আবু রায়হান।মনিটারিং টিম উপজেলার মহিমাগঞ্জ সহ
উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের ডিলারদের সার বিক্রি কার্যক্রম ও মজুদ পর্যবেক্ষণ করেন।
এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার মেহেদী হাসান বলেন, বাজারে প্রচুর সার মজুদ রয়েছে। কৃষকরা যাতে সরকার নির্দ্ধারিত মূল্যে
নির্বিঘ্নে সার পায় এবং কোন স্বার্থন্বেসী মহল যাতে কৃত্তিম সংকট সৃষ্টি করতে না পারে সেজন্য এই মনিটারিং কার্যক্রম অবহ্যত
থাকবে। তিনি আরো বলেন যদি কোন ডিলার কৃষকের কাছ থেকে সরকার নির্দ্ধারিত মূল্যের বেশী দাম নেয় তাহলে তার বিরুদ্ধে কঠোর
ব্যবস্থা গ্রহণ করা হবে।
গোবিন্দগঞ্জে মাটি কেটে অন্যত্র সরবরাহের সময় স্কেভেটর ড্রাম ট্রাক ও মোটরসাইকেল আটক করেছে উপজেলা প্রশাসন : গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবৈধ্য ভাবে মাটি কেটে অন্যত্রে সরবরাহের সময় অভিযান পরিচালনা করে ১টি ড্রাম ট্রাক, স্কেভেটর (ভেকু মেশিন) ও
মোটরসাইকেল আটক করেছে উপজেলা প্রশাসন গত রবিবার রাত ১০টা দিকে গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের
ফুলবাড়ি এলাকার কাটাখালী নদীর পাড়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন
সুলতানা। এসময় তিনি তীর থেকে মাটি কাটা ও পরিবহন কাজে ব্যবহৃত ড্রাম ট্রাক ও স্কাভেটর (ভেকু) চালকরা পালিয়ে য়ায় এসময় পরিত্যাক্ত
অবস্থায় চালক বিহিন মোটরসাইকেল আটক করা হয়। বর্তমানে সেগুলি গ্রামপুলিশের পাহারায় রয়েছে।
স্থানীয় সুত্রে জানা গেছে প্রতিদিন আতাউর ও চান মিয়ার এই বালুর পয়েন্ট থেকে মোস্তাকের ড্রাম ট্রাক দিয়ে বালু পরিবহন করা হয়। রাত
৮টার পর থেকেই শুরু হয় কাটাখালী নদীর তীরের মাটি কাটা ও পরিবহন কাজ। প্রভাবশালী হওয়ায় তাদের বিরদ্ধেস্থানীয়রা কথা বলতে ভয় পায় । এ বিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা বলেন, কোন অঞ্চল থেকে কোন প্রকার মাটি বা বালু কর্তণ ও
উত্তোলন করে বিক্রি করা যাবেনা। উপজেলা প্রশাসন এ বিষয়ে সব সময় কড়া নজরদারি রেখেছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।