কলকাতা থেকে মনোয়ার ইমাম:
আকাশ ছোঁয়া ড্রিজেলের দাম। বঙ্গে তিন দিনের বাস ধর্মঘটের ডাক। আজ বুধবার পশ্চিম বাংলায় বিভিন্ন যায়গায় ড্রিজেলের দাম আশি টাকা ছুঁয়েছে। বাস ভাড়া বৃদ্ধির দাবি করেছেন পশ্চিম বাংলা বাস সেন্টিগেট এসোসিয়েশন ও বাস মালিক সমিতি।
তাদের দাবি অবিলম্বে যদি বাস ভাড়া বৃদ্ধির কথা না ভাবে সরকার তাহলে আগামী ১৮,২৯ ও ৩০ জানুয়ারি তিন দিনের জন্য বাস রাস্তায় নামবে না। তারা তিন দিনের জন্য বাস ও মিনিবাস ধর্মঘট করবেন।
যে ভাবে দিনের পর দিন প্রেট্রোল ও ড্রিজেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তা তাদের পক্ষে লোকসান নিয়ে রাস্তায় বাস ও মিনিবাস নাবাবে না। তবে যদি পশ্চিম বাংলা সরকার তাদের বৈঠক ডাকের তাহলে তাদের কাছে মালিক পক্ষের মনোভাবের কথা জানিয়ে দেওয়া হবে।