নিজস্ব প্রতিবেদক : আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে ঢাকায় বিএনপির সমাবেশের স্থান পরিবর্তন হয়েছে।
রাজধানীর মোহাম্মদপুর শহীদ পার্ক মাঠের পরিবর্তে খিলগাঁও তালতলা মার্কেটের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার রাত ১২ টায় বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানান, আজ বুধবার (১০ মার্চ ) বেলা ২ টায় ঢাকা মোহাম্মদপুর শহীদ পার্ক মাঠের পরিবর্তে খিলগাঁও তালতলা মার্কেটের সামনে হবে।
বিএনপি কেন্দ্রীয় কমিটি প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর বরাত দিয়ে তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধক্রমে স্থান পরিবর্তন করা হয়েছে।
বিভাগীয় শহরে সিটি করপোরেশন এলাকায় বিএনপি ধারাবাহিক সমাবেশ করছে। তারই অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর বিএনপি এই সমাবেশের আয়োজন করেছে।
এতে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্য রাখবেন জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।