300X70
শনিবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৩ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

ঢাকা আইনজীবী সমিতির আ. লীগ সমর্থিত সাদা প্যানেল জয়ী

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ১:৩৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ২৩টি পদেই জয়লাভ করেছে। আজ শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১১টা ৪৫ মিনিটে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আব্দুল্লাহ আবু।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, দেশের সর্ববৃহৎ বার ঢাকা আইনজীবী সমিতির ২০২-২০২৪ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল নিরঙ্কুশ জয়লাভ করেছে। কার্যকরী কমিটির ২৩টি পদের সবগুলোতেই এ প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন।

এদিকে, নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে বিএনপি সমর্থিত নীল প্যানেল দ্বিতীয় দিন ভোট বর্জন করায় তাদের এই ভরাডুবি হয়েছে।
ফলে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল সভাপতি সাধারণ সম্পাদক শহর ২৩টি পদেই জয়লাভ করে।

১৯ হাজার ৬১৮ ভোটারের মধ্যে প্রথম দিন বুধবার ৫০২৮ জন এবং দ্বিতীয় দিন গতকাল বৃহস্পতিবার ৪২১৫ জন ভোট দিয়েছেন। মোট ভোট পড়েছে ১২৪৩টি। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন নির্বাচন কমিশনের সদস্য নজরুল ইসলাম শামীম। আজ শুক্রবার ভোট গণনা শেষে ফল ঘোষণা করা হয়।

এদিকে বুধবার প্রথম দিনের ভোটগ্রহণ শেষ হলে রাতে নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে ভোট বর্জনের ঘোষণা দেন নীল প্যানেলের মনোনীত সভাপতি প্রার্থী খোরশেদ মিয়া আলম ও সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম। তারা নির্বাচনে কারচুপির অভিযোগ আনেন এবং নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা জ্ঞাপন করেন।

সাদা প্যানেল থেকে বিজয়ী হয়েছেন সভাপতি পদে মিজানুর রহমান মামুন, সাধারণ সম্পাদক পদে খন্দকার গোলাম কিবরিয়া জুবায়ের, সিনিয়র সহসভাপতি পদে রুমানা জামান রীতু, সহসভাপতি পদে প্রাণ নাথ, ট্রেজারার পদে বিবি ফাতেমা মুন্নী, ফাহিম শরীফ সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মো. মাহবুব হোসেন জয়সহ সাধারণ সম্পাদক। এছাড়া সদস্য হিসেবে ১১ জন বিজয়ী হন।

২৩টি পদের বিপরীতে বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেলের ২৩ জন এবং আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের ২৩ জন করে মোট ৪৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। নীল প্যানেলের প্রার্থীদের মধ্যে ছিলেন সভাপতি পদে খোরশেদ মিয়া আলম ও সাধারণ সম্পাদক পদে সৈয়দ নজরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি পদে আব্দুর রাজ্জাক, সহসভাপতি মো. সহিদুজ্জামান, ট্রেজারার আব্দুর রশীদ মোল্লা প্রমুখ।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :