নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে রাজধানীর নিউমার্কেটের ব্যবসায়ীদের সংঘর্ষ হয়েছে। সোমবার দিবাগত রাত ১টা পর্যন্ত দুপক্ষে সংঘর্ষ হয়। তাৎক্ষণিক সংঘর্ষের কারণ জানা যায়নি।
নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) রুমি তাবরেজ বলেন, নিউমার্কেটের একজন ব্যবসায়ী জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন করে বলেছেন, ঢাকা কলেজের শিক্ষার্থীরা তাদের দোকানে হামলা করেছেন। তারা মার্কেটের গেট বন্ধ করে রেখেছেন। এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শিক্ষার্থীরা দাবি করছেন, ঢাকা কলেজের নর্থ হলের দুই শিক্ষার্থী সোমবার রাত ৯টার দিকে নিউ সুপার মার্কেটে কেনাকাটা করতে যান। ওই সময়ে দরদাম নিয়ে তর্কতর্কি হয়। এক পর্যায়ে দোকান কর্মচারী ওই দুই শিক্ষার্থীকে ছুরি দিয়ে আঘাত করেন। ঘটনাটি ক্যাম্পাসে জানাজানি হলে রাত সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করেন।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, রাত ১২টার দিকে হোস্টেলের শত শত শিক্ষার্থী কলেজের সামনের রাস্তা অবরোধ করে রাখেন। একপর্যায়ে তারা আশপাশের মার্কেটের দিকে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। তখন দোকান কর্মচারীরাও তাদের লাঠি দিয়ে ধাওয়া দেন। ওই ঘটনার জেরে মধ্যরাতেও নিউমার্কেট এলাকায় যান চলাচল বন্ধ হয়ে সড়কগুলোতে যানজট দেখা দেয়। পুলিশ দুপক্ষের মাঝে অবস্থান নিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করতে থাকে।
পুলিশের রমনা জোনের অতিরিক্ত উপকমিশনার হারুন অর রশিদ সমকালকে বলেন, রাত ১টার দিকে শিক্ষার্থীদের বুঝিয়ে ক্যাম্পাসের ভেতরে পাঠিয়ে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।