নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা-গুয়াংজু রুটে পুণরায় সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ উপলক্ষে চীনের গুয়াংজু রুটে বিশেষ ছাড়ে টিকিট বিক্রি করছে বিমান।
শনিবার (১৯ আগস্ট) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানায়, আগামী ১৪ সেপ্টেম্বর রাত ১০টা ২০ মিনিটে বিমানের ফ্লাইট বিজি ৩৬৬ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের গুয়াংজুর উদ্দেশ্যে যাত্রা করবে। ঢাকা থেকে সপ্তাহে প্রতি রবি, মঙ্গল ও বৃহস্পতিবার রাত ১০টা ২০ মিনিটে বিমানের ফ্লাইট গুয়াংজুর উদ্দেশে যাত্রা করে গুয়াংজু পৌঁছাবে পর দিন ভোর ৪টায়।
অন্যদিকে গুয়াংজু থেকে সপ্তাহে প্রতি শুক্র, সোম ও বুধবার স্থানীয় সময় ভোর সাড়ে ৫টায় ঢাকার উদ্দেশে যাত্রা করে ঢাকায় পৌঁছাবে সকাল ৭টা ২০ মিনিটে।
যাত্রীরা বিমানের বাণিজ্যিক ওয়েবসাইট মোবাইল অ্যাপস, বিমানের যে কোনো সেলস সেন্টার, বিমান কল সেন্টার ও বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে এ রুটের টিকিট কিনতে পারবেন। বিমানের ওয়েবসাইট ও অ্যাপস থেকে টিকিট কেনার ক্ষেত্রে প্রমোকোড ব্যবহার করে মূল ভাড়ার ওপর ৫ শতাংশ ছাড় পাওয়া যাবে।
বিমান সূত্র আরও জানায়, ঢাকা-গুয়াংজু রুটে ইকোনমি ক্লাসের একমুখী সর্বনিম্ন ভাড়া জনপ্রতি ৩০ হাজার ৬৭০ টাকা থেকে শুরু। ফিরতি টিকিটের সর্বনিম্ন ভাড়া শুরু ৫০ হাজার ৫৩৯ টাকা থেকে। অন্যদিকে গুয়াংজু-ঢাকা রুটে ইকোনমি ক্লাসে একমুখী সর্বনিম্ন ভাড়া জনপ্রতি ২৪ হাজার ১৫৭ টাকা থেকে শুরু। রিটার্ন টিকিটের সর্বনিম্ন দাম শুরু হবে ৪৮ হাজার ৯১১ টাকা থেকে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত টিকিটের দামে বিশেষ ছাড় চালু থাকবে।