নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: আদালতের নির্দেশ বাস্তবায়ন না করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. আ আ ম স আরেফিন সিদ্দিকী, বর্তমান ভিসি আখতারুজ্জামান, সাবেক রেজিস্ট্রার মোঃ রেজাউল রহমান, বর্তমান রেজিস্ট্রার প্রবীর কুমার সরকারকে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট।
আজ বুধবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেছেন।