মোহাম্মদ আমান উল্যা, কেরানীগঞ্জ : অবশেষে বিশ্ব মারকাজ (মুলধারা) তাবলিগ জামাতের পাঁচ দিনের জোড় খুব সুন্দর ভাবে অনুষ্ঠিত হয়েছে। ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের কিংস্টার হাউসিং আবাসন প্রকল্পের মাঠে গত মঙ্গলবার ফজরের পর উদ্বোধনী বয়ানের মাধ্যমে জোড়ের কার্যক্রম শুরু হয়। প্রথম দিনেই দেশের ৬৪ জেলার সাথিদের উপস্থিতিতে বিশাল মাঠ কানায় কানায় পূর্ণ হয়েছে।
তাবলিগ জামাতের ৩ চিল্লার সাথি ও আলেমরা শুধু এই জোড়ে অংশ নিতে পারেন বলে জোড়ের আয়োজকরা জানিয়েছেন। বুধবার পর্যন্ত ২১ দেশের ১ হাজার ২০০ শত বিদেশি মেহমান এই জোড় উপস্থিত হয়েছেন।
তাবলিগ জামাত সূত্রে জানা গেছে, ৫৬ বছর ধরে টঙ্গীর ময়দানে বিশ্ব ইজতেমার প্রস্তুতি হিসেবে এই জোড় অনুষ্ঠিত হয়। এতে তাবলিগের পুরো বছরের সারাদেশের কাজের নকশা পেশ করা হয়। এবং পরবর্তী বছরের জন্য কাজের পরিকল্পনাও হাতে নেওয়া হয়।
বিশ্ব ইজতেমার মতোই এ জোড়ে তাবলিগ জামাতের বিশ্ব মারকাজ দিল্লির নিজামুদ্দিনের মুরুব্বিরা গুরুত্বপূর্ণ বয়ান করেন।
জোড়ে উদ্বোধনী বয়ান করেন দিল্লির মাওলানা জামশেদ এর বাংলা তরজমা করেন কাকরাইল মসজিদের মাওলানা মুনির বিন ইউসুফ। সকাল ১০টায় বয়ান করেন দিল্লির মাওলানা আব্দুস সাত্তার। এ বয়ানের বাংলা তরজমা করেন মাওলানা জিয়া বিন কাসেম। জোহরের পর বয়ান করেন কাকরাইলের মুরুব্বি খান শাহাবুদ্দিন নাসিম। আসরের নামাজের পর থেকে বিভিন্ন জেলার তাবলিগের সাথীদের কারগুজারী শোনা হয়।
কাকরাইল মসজিদের শীর্ষ মুরুব্বি ও তাবলিগ জামাতের শূরা সদস্য সৈয়দ ওয়াসিফুল ইসলাম জানান, ৫ দিনের জোড় তাবলিগ জামাতের একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ জামায়েত। এর সফলতার ওপর টঙ্গীর ময়দানে বিশ্ব ইজতেমার প্রস্তুতি ও আগামী এক বছরের কাজের অগ্রগতি নির্ভর করে।
জানা গেছে, ৫ দিনের এই জোড়ে ২১টি দেশের প্রায় ১২০০ বিদেশি মেহমান উপস্থিত হয়েছেন।
এতে পাঁচ মাসের জন্য বিদেশ জামাত বের হয়েছে ৫০২টি জামাত, মাস্তুরাতের নজম থেকে জানা যায়, ২ মাসের মাস্তুরাত জামাত বের হয়েছে ১১০টি জামাত, ৪০ দিনের মাস্তুরাত জামাত ২৭টি, ১০ দিনের মাস্তুরাত জামাত ১৫টি, বিদেশি মেহমানদের জামাত- ৮৩টি, আলেমদের ২ বছরের জামাত বের হয়েছে ১৬টি, ১ বছরের জন্য বের হয়েছে – ৮৭ জন আলেম। দেশী তাশকিল থেকে জানা যায় ৩ চিল্লার জামাত বের হয়েছে ৩৯টি, ১ চিল্লার – ৪৮০, দিনের জামাত- ১৯৫টি এবং বধির দের জামাত ৯টি সহ মোট -১৩৬৭টি জামাত আল্লাহর বের হয়েছে।
তাবলীগ জামাতের মিডিয়া শাখার দায়িত্বে থাকা মোহাম্মদ সায়েম জানান, বাংলাদেশে ৫ লাখের মতো তিন চিল্লার সাথি রয়েছেন। এদের মধ্যে ৩ লাখের বেশী তিন চিল্লার সাথি ও ওলামায়ে কেরামগণ এই জোড় উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন, মহামারির কারণে টঙ্গী ময়দানে গত দুই বছর করোনায় বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়নি। ইনশাআল্লাহ এবার বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। যার প্রস্তুতি হিসেবে এই জোড় অনুষ্ঠিত হয়েছে। কিন্তু টঙ্গী ময়দানের অনেক সংস্কার কাজ বাকি থাকায় সরকারের পরামর্শে কেরানীগঞ্জের কিংস্টার হাউসিং আবাসন প্রকল্পের মাঠে এই জোড় অনুষ্ঠিত হলো।
শনিবার দুপুরে আখেরি মোনাজাতের মাধ্যমে জোড় সমাপ্ত ঘোষণা করা হয়।