সংবাদদাতা, গাজীপুর: গাজীপুরের তুরাগ নদ থেকে দুদিন ধরে নিখোঁজ নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের পলাশোনা এলাকায় ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিক্ষার্থীর নাম মোয়াজ্জের বিন আলম (২৩)। তিনি ঢাকার ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকার রেজাউল আলম হিরোর ছেলে।
গাছা থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান জানান, শনিবার ইউনিভার্সিটিতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন মোয়াজ্জের বিন আলম। বাসায় ফিরে না আসায় ভাটারা থানায় সাধারণ ডায়েরি করে তার পরিবার। ওসি জানান, সোমবার সকালে পলাশোনা এলাকায় তুরাগ নদে এক যুবকের মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে নৌ পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে মোয়াজ্জেরের বাবা রেজাউল আলম ছেলের মরদেহ শনাক্ত করেন এবং তিনি গাজীপুর মহানগরের গাছা থানায় মামলা দায়ের করেছেন বলে পুলিশ জানিয়েছে।
লাশটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি ইসমাইল হোসেন।