প্রতিনিধি, পঞ্চগড় : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের নির্বাচন গতকাল বৃহস্পতিবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের ফলাফল প্রকাশের পর দেখা যায় ৩৩ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করে ১৩ জন চেয়ারম্যান প্রার্থী প্রাপ্ত ভােটের ৮ শতাংশের নিচে ভােট পেয়েছেন। আইন অনুযায়ী তাদের জামানত বাজেয়াপ্ত হবে।
এরমধ্যে রয়েছেন সরকার দলীয় নৌকা মার্কার প্রার্থী দুই জন। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী একজন, ইসলামী আন্দোলনের হাত পাখা মার্কার প্রার্থী তিনজন, জাকের পার্টির গােলাপ ফুল মার্কার দুই জন, স্বতন্ত্র (বিএনপি) দুইজন এবং স্বতন্ত্র প্রার্থী তিনজন।
উপজেলা নির্বাচন অফিসের ফলাফল অনুযায়ী সাতটি ইউনিয়নের মধ্যে ছয়টি ইউনিয়নে ১৩ জন চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করা হবে।
জামানত হারানাে আওয়ামী লীগ প্রার্থীরা হচ্ছেন ভজনপুর ইউপিতে ভজনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক চেয়ারম্যান পদে নৌকা মার্কার প্রার্থী হারুন অর রশিদ (লিটন) এবং বুড়াবুড়ি ইউপিতে আওয়ামী লীগ মনােনীত উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ নৌকা মার্কার প্রার্থী শেখ কামাল। তেঁতুলিয়া সদর ইউনিয়নে উপজেলা শ্রমিক লীগের সভাপতি আওয়ামী লীগের বিদ্রোহী আনারস মার্কার প্রার্থী ইনসান আলী।
স্বতন্ত্র (বিএনপি) নেতারা হচ্ছেন বুড়াবুড়ি ইউপিতে স্বতন্ত্র অটোরিক্সা মার্কার প্রার্থী রবিউল ইসলাম, তীরনইহাট ইউনিয়নে স্বতন্ত্র আনারস মার্কার প্রার্থী আব্দুল মালেক।
জামানত হারানাে ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের প্রার্থীরা হচ্ছেন ভজনপুর ইউপিতে ইসলামী আন্দোলন ভজনপুর ইউনিয়নের সাধারন সম্পাদক হাত পাখা মার্কার জাকির হােসেন, বুড়াবুড়ি ইউপিতে ইসলামী আন্দোলনের বুড়াবুড়ি ইউনিয়নের সভাপতি আবু তালেব, শালবাহান ইউপিতে ইসলামী আন্দোলন তেতুলিয়া উপজেলা শাখার সমাজকল্যান সম্পাদক সাইফুল ইসলাম।
এছাড়াও জাকের পার্টির গােলাপফুল মার্কার দুইজন জামানত হারিয়েছেন তারা হলেন বুড়াবুড়ি ইউপিতে আব্দুল হালিম এবং তিরনই হাট ইউপিতে রুবেল রানা। জামানত হারানাে প্রার্থীরা সবাই স্ব স্ব ইউনিয়নে প্রাপ্ত ভােটের আট ভাগ ভােট পায়নি।
তেঁতুলিয়া উপজেলা নির্বাচন অফিসার আলী হােসেন বলেন, এখনাে জামানত বাজেয়াপ্ত ঘােষণা করা হয়নি। তবে আইন অনুযায়ী কোন প্রার্থী যদি প্রদত্ত ভােটের মধ্যে আট ভাগ ভােট না পায় তাহলে তাদের জামানত বাজেয়াপ্ত হয়। এটাই নিয়ম।