300X70
শনিবার , ২১ আগস্ট ২০২১ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

তেজগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক জনের মৃত্যু

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
আগস্ট ২১, ২০২১ ৬:৪৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর তেজগাঁও সাতরাস্তা ভূমি অফিসের একটি নির্মাণাধীন ভবনের বেসমেন্টে রংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তানহা (২৬) নামের এক রং মিস্ত্রির মৃত্যু হয়েছে।

শনিবার (২১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তিনটা পাঁচ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী আল আমিন জানান, তেজগাঁও সাতরাস্তা ভূমি অফিসের একটি ১৫ তলা নির্মাণাধীন ভবনের বেসমেন্টে রঙের কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎ স্পৃষ্ট হয়। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহতের গ্রামের বাড়ি গাইবান্ধা জেলায়। বর্তমানে তিনি তেজগাঁও সাতরাস্তা এলাকায় থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

বাঙলা প্রতিদিন২৪.কম

সর্বশেষ - খবর