নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন২৪.কম : দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন পাড়গেন্ডারিয়া এলাকায় গতকাল শুক্রবার (৪ মার্চ) রাতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ৫ লক্ষ টাকা মূল্যের ৫০২ পুরিয়া হেরোইনসহ অঞ্জনা (৩০) নামে ১ জনকে গ্রেফতার করে। এসময় তার নিকট থেকে মাদক বিক্রয়ের নগদ ৪ হাজার ২৭০ টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দক্ষিণ কেরাণীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।