নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ কেরানীগঞ্জ ও ফতুল্লাতে পৃথক অভিযানে ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব- ১০ এর আভিযানিক দল।
গতকাল সোমবার (২৯ মার্চ) দুপুর সোয়া ১টার দিকে র্যাব- ১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কাওটাইল পূর্বপাড়া এলাকায় একটি অভিযান চালিয়ে ৯৫ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ মোঃ জাহাঙ্গীর আলম (৫৫) নামে ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় তার নিকট থেকে ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এছাড়া একইদিন রাত পৌঁনে ৯ টার দিকে র্যাব- ১০ এর অপর একটি আভিযানিক দল নারায়নগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানাধীন পাগলা কুতুবপুর শাহী বাজার শাহী মসজিদ সংলগ্ন এলাকায় অপর একটি অভিযান চালিয়ে ২৮৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম সেলিম হোসেন (৪৫), আব্দুল রাজ্জাক (৫৫) ও রাশেদ আহমেদ (২৪) । এসময় তাদের নিকট থেকে ৩টি মোবাইল ফোন ও নগদ- ৮ হাজার ২শ’ ২৫ টাকা উদ্ধার করা হয়।
এছাড়া একইদিন রাত পৌঁনে ১০ টার দিকে র্যাব- ১০ এর অপর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন খেজুরবাগ সাতপাখি ও একই থানাধীন খেজুরবাগ ব্রিজ এলাকায় দুটি পৃথক অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৩ পুরিয়া হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে নূর আলম (২৫) ও রকি (২০)। এসময় তাদের নিকট থেকে ২ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দক্ষিণ কেরাণীগঞ্জ ও ফতুল্লাসহ ঢাকা ও নারায়নগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।