র্যাব-১০ এর পৃথক অভিযান:
নিজস্ব প্রতিবেদক: র্যাব-১০ এর পৃথক অভিযানে দক্ষিন কেরাণীগঞ্জ এলাকা হতে গাঁজা ও ফেনসিডিলসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে।
রোববার বিকালে সিপিসি-১, র্যাব- ১০ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইফুর রহমানের নেতৃত্বে দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন ইকুরিয়া এলাকায় অভিযান চালিয়ে ১২০ গ্রাম গাঁজাসহ তরিকুল ইসলাম নামে এক মাদককারবারিকে গ্রেফতার করে। তরিকুল ইসলাম (২০) পিরোজপুর জেলার কাউখালী উপজেলার মৃত আশরাফ আলীর ছেলে। এসময় তার নিকট থেকে ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এরপূর্বে গত শনিবার (১২ ডিসেম্বর) সিপিসি- ২, র্যাব-১০ এর ভারপ্রাপ্ত কম্পানী কমান্ডার এএসপি মোঃ আবুল কালাম আজাদ-এর নেতৃত্বে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন বসুন্ধরা রিভারভিউ ঔষধ ফ্যাক্টরির মোড় এলাকায় অভিযান চালিয়ে ২০ বোতল ফেন্সিডিলসহ রাজু আহম্মেদ নামেেএক মাদককারবারিকে গ্রেফতার করে। রাজু আহম্মেদ (৩১) মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার আনোয়ার হোসেনের ছেলে। এসময় তার নিকট থেকে ১টি মোবাইল ও নগদ ৪০০/- টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতাকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ দক্ষিন কেরাণীগঞ্জ থানাসহ ঢাকা শহরের আশেপাশের এলাকায় মাদক বিক্রি করে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।