অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : সর্বোচ্চ ৫% ছাড় ও ১২ মাস পর্যন্ত ইএমআই সুবিধা সহ তরুণদের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি’র স্মার্টফোন এখন দারাজ ঈদ ফ্ল্যাশ সেলে পাওয়া যাচ্ছে। অফারটি চালু থাকবে আগামী ২ মে ২০২২ পর্যন্ত।
এ ক্যাম্পেইন চলাকালীন সময়ে সদ্য উন্মোচিত রিয়েলমি নারজো ৫০ ও রিয়েলমি সি৩১ যথাক্রমে ১৬,০২০ ও ১২,৫৬৮ টাকায় পাওয়া যাবে। এ স্মার্টফোনগুলো ছাড়াও রিয়েলমি ৯আই ৬জিবি র্যাম/১২৮জিবি রম এর ডিভাইসটি ১৮,৫৮৩ টাকায়, রিয়েলমি ৯আই (৪জিবি/৬৪জিবি) ১৬,৮৪৬ টাকায়, রিয়েলমি ৮ ফাইভজি (৮জিবি/১২৮জিবি) ২২,১৬৬ টাকায়, রিয়েলমি ৮ (৮জিবি/১২৮জিবি) ২১,৯২৯ টাকায়, জিটি মাস্টার এডিশন (৮জিবি/১২৮জিবি) ৩২,৯৮০, জিটি নিও ২ মাত্র ৩৮,৪৯৬ টাকায় ও রিয়েলমি নারজো ৫০আই (৪জিবি/৬৪জিবি) ১০,৯১৯ টাকায় পাওয়া যাবে। রিয়েলমি সি সিরিজের স্মার্টফোনগুলোও এ অফারে কেনা যাবে।
ফোন ক্রয়ের জন্য এ https://click.daraz.com.bd/e/_6j5tR লিংকে ক্লিক করুন।
বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান ক্যানালিসের সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, গত বছরের চতুর্থ প্রান্তিকে স্মার্টফোন রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের বাজারে স্মার্টফোন তৈরিকারী প্রতিষ্ঠান হিসেবে শীর্ষস্থান দখল করেছে রিয়েলমি। রিয়েলমি ২০ শতাংশ ইউনিট শেয়ার সহ ১ নম্বর অবস্থানে উঠে এসেছে এবং চতুর্থ প্রান্তিকে ৫০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
উল্লেখ্য যে, রিয়েলমি আগামী ৩ বছরের মধ্যে তরুণ ব্যবহারকারীদের কাছে ১০ কোটি ফাইভজি ফোন সরবরাহের লক্ষ্যে ফাইভজি পণ্যের এক বিস্তৃত পোর্টফলিও তৈরিতে কাজ করছে। এই স্মার্টফোন ব্র্যান্ডটি তাদের উন্নত ‘১+৫+টি’ কৌশলের সাথে এআইওটি ২.০ বিকাশের পর্যায়ে প্রবেশ করেছে। এর ফলে সাশ্রয়ী মূল্যের ফাইভজি ফোন ছাড়াও রিয়েলমি তরুণ প্রজন্মের ক্রেতাদের জন্য আরও অনেক এআইওটি পণ্য বাজারে নিয়ে আসবে।